বিবিপি নিউজ: রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। রবিবার সাইবেরিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্সের খবরে জানা গেছে, এল–৪১০ মডেলের ছোট ওই বিমানটিতে ১৪ জন যাত্রী এবং দু’জন ক্রু ছিলেন। বিমানটি ইরকুতস্ক শহর থেকে কাজাচিনকোয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর চার কিলোমিটার আগেই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। অতঃপর সেটি একটি জঙ্গলে অবতরণের চেষ্টা করে। দুর্ঘটনার পরপরই খবরে বলা হয়, বিমানটি জরুরি অবতরণের পর সেটিতে ১১ জন আটকা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা যায়।
