বিবিপি নিউজ: দাউদাউ করে জ্বলছে জোড়াবাগান থানা এলাকার ৫ নম্বর নিমতলা ঘাট স্ট্রিট এলাকার বস্তি। জানা গেছে, প্রথমে একটি কাঠের বাড়িতে আগুন লাগে বলে খবর। সেখান থেকে পাশের বস্তি এলাকায় ছড়িয়ে যায় আগুন।
আগুনের করাল গ্রাসে ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে ২০ থেকে ২৫টি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক শশী পাঁজা। তিনি বলেন, "এলাকাটা বেশ বড়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। তবে মানুষের কোনও ক্ষতি হয়নি। দোকান পুড়েছে। ব্যবসার ক্ষতি হবে।"
জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।
তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয়রা। কেউ জানান সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে, কেউ জানান অন্য ভাবে আগুন লেগেছে। আগুনের উৎসস্থল এখনও জানতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা।
