বিবিপি নিউজ: বৃহস্পতিবার শারীরিক অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃনমূল নেতা মুকুল রায়। ইতিমধ্যেই একাধিক বিভাগের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের দল গঠন করা হয়েছে। জানা গেছে, তাঁর শরীরের পরীক্ষা হবে। মুকুল পুত্র শুভ্রাংশুকে ফোন করে খোঁজ খবর নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করেছিলেন মুকুল। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। মাসকয়েক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত মুকুলের কী কী সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। একটি মহলের দাবি, সম্প্রতি মুকুলের শরীরটা ভালো যাচ্ছে না। তাঁর ডায়াবেটিসের সমস্যা আছে। শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা ওঠানামা করছে। সেই সংক্রান্ত বিভিন্ন উপসর্গও ধরা পড়েছে। সেজন্য জনসমক্ষেও তেমন তাঁকে দেখা যাচ্ছিল না। কোনও ঝুঁকি না নিয়ে মুকুলকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
