দানিয়া হুসেনের উদ্যোগে প্রকাশিত সন্ধ্যা পালে'র সৃজন - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

দানিয়া হুসেনের উদ্যোগে প্রকাশিত সন্ধ্যা পালে'র সৃজন

 


বিবিপি নিউজ: লকডাউন, মানুষের জীবনের অনেক খুশি অনেক আনন্দ কেড়ে নিয়েছে। তবু চলমান জীবনের গতি বজায় রাখতে বহু মানুষ নিজেকে নিয়োজিত করেছেন বহু কাজের মধ্যে। তার মধ্যে সন্ধ্যা পালে'র নাম অনন্য। দানিয়া হুসেন (২০২০ সালের মিস ওয়েস্ট বেঙ্গল এবং ফার্স্ট রানার আপ মিস ইন্ডিয়া) - এর উদ্যোগে শহরে অনুষ্ঠিত হল সন্ধ্যা পালে'র বই প্রকাশ অনুষ্ঠান। বইটি'র মূল আকর্ষন হল কবিতার বাংলা ও ইংরেজী সংকলন একটি বইতে আবদ্ধ। বই প্রকাশ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিমান ঘোষ এম এল এ জয় সাহা, ডলি ঘোষ মহিলা মোর্চা। প্রকৃতি ও মননের মেল বন্ধন কলকাতার সাহিত্য প্রেমী মনে যে "সৃজন"শীল জায়গা করে নেবে সেটা নিয়ে আশাবাদী উদ্যোক্তা দানিয়া হুসেন এবং লেখিকা সন্ধ্যা পাল।

Pages