ত্রিপুরায় মসজিদ ভাঙা ধর্ষণের খবর ভুয়ো!হিংসা রুখতে আসরে স্বরাষ্ট্রমন্ত্রালয় - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ত্রিপুরায় মসজিদ ভাঙা ধর্ষণের খবর ভুয়ো!হিংসা রুখতে আসরে স্বরাষ্ট্রমন্ত্রালয়

মহারাষ্ট্রের অমরাবতীতে হিংসায় ভাঙচুরের ছবি



বিবিপি নিউজ:  বিগত কয়েকদিন ধরেই  সোশ্যাল মিডিয়ায় একাধিক খবর ভাইরাল হয়েছে, যেখানে ত্রিপুরার গোমতী জেলায় একটি মসজিদ ভাঙচুর ও একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মহারাষ্ট্রেও অশান্তি ছড়িয়েছে। ত্রিপুরা পুলিশের পর এ  বার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও জানানো হল খবরগুলি ভুয়ো এবং তথ্য বিকৃত করে সংবাদ পরিবেশন করা হয়েছে।ত্রিপুরায় মসজিদ ভাঙা ও ধর্ষণের  যে খবরগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হল।





স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার গোমতীতে যে হিংসা, ধর্ষণ ও খুনের খবর ছড়িয়ে পড়েছে, তার কোনওটিই সত্য নয়। ধর্ষণ, সংঘর্ষে আহত বা মৃত- এই ধরনের কোনও অভিযোগই দায়ের হয়নি রাজ্যের কোনও থানায়। সম্প্রতিকালে ত্রিপুরায় কোনও মসজিদ ভাঙচুরের ঘটনাও ঘটেনি। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন বিকৃত তথ্য ও ভুল খবরে বিশ্বাস না করেন এবং রাজ্যে শান্তি বজায় রাখেন।বিবৃতিতে বলা হয়েছে, “ত্রিপুরার গোমতী জেলার কাঁকড়াবন এলাকায় একটি মসজিদ ভাঙচুরের খবর বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে। এই প্রতিবেদনগুলি সম্পূর্ণরূপে ভুয়ো। তথ্যকে বিকৃত করে সাধারণ মানুষকে ভুলপথে পরিচালনের চেষ্টা করা হচ্ছে।” স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাঁকড়াবনের দরগাবাজার এলাকার ওই মসজিদটি অক্ষত রয়েছে। গোমতী জেলার পুলিশ প্রশাসন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।ভুয়ো খবরের ভিত্তিতে মহারাষ্ট্রেও যে হিংসা ছড়িয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।


Pages