অপেক্ষার অবসান! কাল থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ, ধাপে ধাপে নিচু ক্লাস খোলার ইচ্ছা শিক্ষামন্ত্রী ব্রাত্যর - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

অপেক্ষার অবসান! কাল থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ, ধাপে ধাপে নিচু ক্লাস খোলার ইচ্ছা শিক্ষামন্ত্রী ব্রাত্যর

  


বিবিপি নিউজ: কাল, মঙ্গলবার ১৬ নভেম্বর থেকেই খুলে যেতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস খুলছে। তবে, ধাপে ধাপে আমরা সব ক্লাসই খুলব। রবিবার জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও বলেন শিক্ষাক্রম বা পাঠ্যক্রমের বিষয়টি মাথায় আছে। ছাত্রছাত্রীদের মূলস্রোতে ফেরানোই লক্ষ্য। উঁচু ক্লাস খোলার পরে কেমন পরিস্থিতি থাকে, তা দেখার পরে নিচু ক্লাস খুলে দেওয়ার ইচ্ছে রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।


 

পড়ুয়ারা দীর্ঘদিন পরে পড়াশোনার জন্য ক্লাসরুমে ফিরছে। তাই তাদের এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেককে ফুল, পেন প্রভৃতি দিয়ে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। সেই অর্থ সরকারের তরফে মিটিয়ে দেওয়া হবে স্কুলগুলিকে। স্কুল খোলার আগে শিক্ষা কমিশনার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা এবং ডিআইদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে। তাতে স্কুলের সামনে ভীড় এড়াতে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর ধাপে ধাপে নিচু ক্লাস খুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশের বিষয়টিকে স্বাগত জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মতো সংগঠন। এদের মতো বহু শিক্ষক সংগঠনই নিচু ক্লাস থেকে স্কুল খুলে দেওয়ার পক্ষপাতী। তবে, সরকারকেও সবদিক বিবেচনা করে পদক্ষেপ করতে হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের বক্তব্য।

Pages