ফাইনাল হারলেও রেকর্ড বুকে উইলিয়ামসনের লড়াই - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ফাইনাল হারলেও রেকর্ড বুকে উইলিয়ামসনের লড়াই

 


বিবিপি নিউজ: আইসিসি টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচ হারলেও বেশ কিছু রেকর্ড গড়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।বিশ্বকাপ ফাইনালের মঞ্চে রবিবার ৪৮ বলে ৮৫ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেন উইলিয়ামসন। এর মাধ্যমে কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে ফাইনালে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন তিনি।


 ২০০৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লঙ্কান দলপতি।

এর পাশাপাশি মারলন স্যামুয়েলসের সঙ্গে ফাইনালে যৌথ সর্বোচ্চ রান স্কোরারও এখন নিউজিল্যান্ড দলপতি। ২০১৬ সালে ইডেন গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটার। স্টার্কের ১২ বলে ৭ চার ও এক ছক্কায় ৩৯ রান করে কোনো এক বোলারের বিপক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন উইলিয়ামসন। ২০০৯ বিশ্বকাপে ব্রেট লিকে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছেন ক্রিস গেইল। ২০১৪ বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজার বিপক্ষে ৬ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছিলেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। পাকিস্তানি ওপেনারের লেগেছিল তখন ১৬ বল।

শুধু তাই নয়, বিশ্বকাপ ফাইনালে দ্রুততম ফিফটির রেকর্ডটিও নিজের করে নিয়েছিলেন উইলিয়ামসন। রেকর্ডগড়া ইনিংসটি খেলার মাত্র ৩২ বলে ফিফটি ছুঁয়েছেন কিউই অধিনায়ক। যদিও পরের ইনিংসে তার রেকর্ডটি ভেঙে দিয়েছেন শন মার্শ।

Pages