বিবিপি নিউজ: পুজো শেষ হতেই বঙ্গে নেমে এসেছে শৈত্য প্রবাহ। যত দিন যাচ্ছে ততই নামছে পারদ। নভেম্বরেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ পড়ে গেছে। কিন্তু এই শীতেও ভিলেন হচ্ছে নিম্নচাপ। ফের ভাসতে চলছে বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। তা ক্রমে আরও খানিক ঘনীভূত হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের প্রভাবেই বাংলার উপকূল সংলগ্ন এলাকায় ফের বইবে ঝোড়ো হাওয়া। যার জেরে রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ, ১০ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এই নিম্নচাপের প্রভাবে। এই মুহূর্তে বাংলার উপর দিয়ে বইছে উত্তুরে হাওয়া। সকালের দিকে বেশ ঠান্ডা পড়ছে এখন থেকেই।