বিবিপি নিউজ: করোনা যেন লুকোচুরি খেলতে শুরু করেছে। রাজ্যে সংক্রমন কিছুটা নিন্মমুখী হলেও ফের উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দপ্তরের রবিবারের পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার প্রাণ হারিয়েছেন ১১ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২০৫ জন কলকাতার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত ১৪৬ জন। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৫৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৮, ৪৮৮। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ২২৬ জন।