বিবিপি নিউজ: আজ শুক্রবার গুরুনানক জয়ন্তীতে দেশবাসীর উদ্দেশে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন তিনি। এরপরেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ক্ষমা চেয়েই প্রধানমন্ত্রী বলেন, “হয়তো আমাদের প্রচেষ্টাতেই কোনও খামতি রয়ে গিয়েছে। সেই কারণেই আমরা কৃষকদের বোঝাতে পারিনি। আমি গোটা দেশকে জানাচ্ছি যে আমরা তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসের শেষেই যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, তাতে কৃষি আইন প্রত্যাহার করার যাবতীয় কাজ শেষ হবে। আমি আন্দোলনরত কৃষক ভাইদের অনুরোধ করছি, এ বার আপনারা ঘরে ফিরে যান, আপনাদের চাষের জমিতে ফিরে যান। আসুন আমরা সবাই মিলে এক নতুন অধ্যায়ের সূচনা করি।
কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলনে উত্তপ্ত রাজধানী দিল্লি। আন্দোলনের আঁচ ছড়িয়েছে সর্বত্র। চাপ বাড়ছিলই কেন্দ্রের উপর। অবশেষে চাপের মুখে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই প্রতিক্রিয়ার বন্যা নেটদুনিয়ায়। কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। এদিন তিনি টুইটারে লেখেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত কৃষক নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।’