বঙ্গ বিজেপির কমিটি না পছন্দ দিলীপ ঘোষের,দ্রুত রাজ্য কমিটিতে বদল চান - BBP NEWS

Breaking

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বঙ্গ বিজেপির কমিটি না পছন্দ দিলীপ ঘোষের,দ্রুত রাজ্য কমিটিতে বদল চান



বিবিপি নিউজ: সেই কমিটির সঙ্গে একসময় চুটিয়ে রাজ্য রাজনীতিতে লড়াই করেছেন। কিন্তু পদ বদল হতেই অন্য সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ দিলীপ ঘোষের। রাজ্য কমিটি দ্রুত বদলের পক্ষে বিজেপি সাংসদ। কমিটি বদলাতে দেড়ি হচ্ছে সেই নিয়েও দলের অন্দরেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। 


দিলীপ ঘোষের মতে, দ্রুত রাজ্য কমিটিতে পরিবর্তন আনা দরকার। নির্বাচন পরবর্তী সময়ে বঙ্গ বিজেপির অন্দরে যে আন্দোলন বিমুখতা দেখা যাচ্ছে, তার প্রভাব পড়ছে দলে। দলের নিচু তলার কর্মীরা ভেঙে পড়ছেন। তার উপর দলের এক এক জন নেতা, এক এক রকমের কথা বলছেন। এর ফলে আদতে দলেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই সব প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ জানান, জে পি নাড্ডাকে তিনি আগেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন। এখনও তিনি চাইছেন যাতে দ্রুত রাজ্য কমিটি গঠন করা হয়। সূত্রের খবর, রাজ্য কমিটি বদলে এত দেরি হচ্ছে কেন? দলের অন্দরে এমন প্রশ্নও তুলছেন তিনি। তাঁর মতে, পরিস্থিতি এখন বদল হয়ে গিয়েছে। বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল। তাই নিজের গতিতে চলবে এই দল। কেন দেরি হচ্ছে রাজ্য কমিটি গঠনে, তা নিয়ে প্রশ্নে দিলীপ ঘোষ এই মত জানান।

Pages