INDIA VS NEWZEALAN: ৭৩ রানে জয় ভারতের,ইডেনে বড় সাফল্য রোহিত টিমের - BBP NEWS

Breaking

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

INDIA VS NEWZEALAN: ৭৩ রানে জয় ভারতের,ইডেনে বড় সাফল্য রোহিত টিমের

 


বিবিপি নিউজ: টি-২০ সিরিজে নজির গড়লেন টিম রোহিত শর্মা। বিশ্বকাপের ব্যার্থতাকে কাটাতে এটাই যথেষ্ট ভারতের কাছে। বড় সাফল্য রাহুল দ্রাবিড়েরও। ভারতীয় দল নজর কাড়লেন তরুণ তুর্কিরা। প্রথম বার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দলের পূর্ণ দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। উল্টোদিকে কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন রাহুল দ্রাবিড়। নতুন কোচ এবং অধিনায়কের শুরুটা নিঃসন্দেহে অসাধারণ হল। রবিবার ইডেনে নিউজিল্যান্ডকে  ৭৩ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি জয় ছিনিয়ে নিল ভারত।দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল নির্বাচনের আগে এই প্লেয়ারদের দেখে নেওয়াটাও অত্যন্ত জরুরি ছিল। দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নতুন কোচ, নতুন টি-টোয়েন্টি অধিনায়কের হাত ধরে ভারতের। ১১১ রানে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড। ১৮তম ওভারের দ্বিতীয় বলে লকি ফার্গুসনকে আউট করেন দীপক চাহার। ৮ বলে ১৪ রান করেছিলেন ফার্গুসন। 


Pages