Sourav Ganguly: BCCI-এর পর এবার ICC-তেও দাদার দাদাগির - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Sourav Ganguly: BCCI-এর পর এবার ICC-তেও দাদার দাদাগির

 



বিবিপি নিউজ: ভক্তদের ফের চমক দিলেন বিসিসিআই সভাপতি তথা ক্রিকেটের মহারাজা দাদা সৌরভ গাঙ্গুলী। মাঠে খেলার সময়ে দক্ষতার সাথে সামলেছেন টিমকে। কিন্তু খেলা ছাড়ার পরেও সেই দক্ষতাকে শীর্ষে পৌঁছে দিয়েছেন বাংলার মহারাজা।প্রথমে সিএবি-র সভাপতি, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেছিলেন সৌরভ। এবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-তেও মহারাজের দাদাগিরি। আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে এবার বেছে নেওয়া হল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে।




এতদিন আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তিনবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। শেষ ২০১৯ সালে তিন বছরের টার্মে ছিলেন কুম্বলে। তবে তিন বছরের চুক্তি শেষ। ফলে আর কোনও ভাবেই আইসিসির এই পদে থাকতে পারবেন না ভারতের প্রাক্তন স্পিনার। ফলে সেই জায়গায় এবার বেছে নেওয়া হল মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়কে।আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয় নিয়ে সৌরভের প্রশংসা করে বলেছেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ। 


Pages