ফোন থেকে উড়েছে সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো, ফোন প্রস্তুতকারক সংস্থাকে ট্যুইট সাংসদ মিমির - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ফোন থেকে উড়েছে সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো, ফোন প্রস্তুতকারক সংস্থাকে ট্যুইট সাংসদ মিমির

 


বিবিপি নিউজ: ফোন থেকে উড়েছে সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো। কীভাবে উড়েছে জানেন না সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মাসের পর মাস ধরে জমানো স্মৃতিগুলি পুনরুদ্ধারের চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। তাতেও কুল পেলেন না সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাধ্য হয়ে টুইটারে ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেন তিনি। 



ট্যুইট পোস্টে, সাংসদ অভিনেত্রী জানিয়েছে, ‘সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো মুছে গিয়েছে! সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব চিৎকার করে? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি।’ তার পরে সংস্থার নাম উল্লেখ করে লিখেছেন, ‘জঘন্য ঘটনা এটা’।মাস কয়েক আগে নতুন ফোন কেনার পর ফোনের ছবি দিয়েছিলেন মিমি। একের পর এক ছবি তুলেছেন সেই ফোন থেকে। সব হারিয়ে এখন মন খারাপ অভিনেত্রী সাংসদদের।

Pages