খারাপ আবহাওয়া, একের পর এক বিমান বাতিল, রাঁচি গামী বিমান কলকাতাতে নামতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

খারাপ আবহাওয়া, একের পর এক বিমান বাতিল, রাঁচি গামী বিমান কলকাতাতে নামতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে

 


বিবিপি নিউজ: খারাপ আবহাওয়ার কারণে গতকাল ও আজ মিলিয়ে একাধিক বিমান পরিষেবা বাতিল হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দর। আর এর জেরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

 রাঁচীগামী একটি বিমান কলকাতা এয়ারপোটে জরুরি অবতরণ ঘিরে তুমুল অসন্তোষ সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে।

 


 জানা যায় খারাপ আবহাওয়ার কারণে রবিবার ভুবনেশ্বর থেকে রাঁচীগামী ওই এয়ার ইন্ডিয়া বিমানটির জরুরি অবতরণ করানো হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিমান সংস্থা থেকে কোনও কাঙ্খিত সমাধান না পেয়ে বিক্ষোভে ফেটে করেন যাত্রীরা।সূত্রের খবর, ভুবনেশ্বর থেকে রাঁচি যাওয়ার 9I719 এয়ার ইন্ডিয়া বিমানটির এদিন সকাল ১১:৩০ নাগাদ ওড়ার কথা থাকলেও দুপুর দুটো নাগাদ রওনা দেয় বিমানটি। রাঁচিতে খারাপ আবহাওয়া থাকায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।এদিকে জরুরি অবতরণের পর থেকে যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করতে শুরু করেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকলেও সেভাবে সুরাহা হয়নি তাঁদের জন্য। অভিযোগ, প্রায় ৫০ জন যাত্রী ছিল বিমানে। অথচ তাঁদের জন্য কোনরকম ব্যবস্থা করা হয়নি। এমনকি জল পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের।সবমিলিয়ে এয়ার ইন্ডিয়া সংস্থার  বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ আনেন অপেক্ষারত যাত্রীদের একাংশ।

Pages