ভয়াবহ বিস্ফোরণে মৃত এক, বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ভয়াবহ বিস্ফোরণে মৃত এক, বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে



বিবিপি নিউজ: বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনায় প্রাথমিকভাবে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত তিন জন। ঘটনাটি ঘটেছে খোদ শহর কলকাতায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণটি হয়েছে। দুর্ঘটনাস্থলে  পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ এবং দমকল কর্মীরা। 



জানা গেছে, বাগুইআটির ধারে এক ব্যাঙ্কোয়েট হলে বিবাহের অনুষ্ঠান চলছিল। সেই সময়েই হঠাত্‍ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। ব্যাঙ্কোয়েট হলে একটি প্যানেল বক্স ছিল। ওই প্যানেল বক্সটি হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। দমকলের দুটি ইঞ্জিনও পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শেখর নামের ওই ব্যাঙ্কোয়েট হলের নিরাপত্তা রক্ষী সেই সময় ইলেকট্রিকের ঘরে ছিলেন। সেই সময়েই প্যানেল বক্সটি ভেঙে পড়ে এবং দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  এছাড়া আরও তিনজন আহত হয়েছেন দুর্ঘটনায়। আহতদের তিনজনেক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং তারপর ইলেকট্রিক বক্সটি ভেঙে পড়ায় আগুন লাগে ব্যাঙ্কোয়েট হলটিতে। দমকল সূত্রে খবর, দুর্ঘটনার পর ব্যাঙ্কোয়েট হলটির ভিতর বেশ অনেকেই আটকে ছিলেন।


Pages