করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস - BBP NEWS

Breaking

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

 


বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শেষ কয়েকদিন ধরে বিভিন্ন অসুস্থতা বোধ করছিলেন তিনি। এর পরেই এসএসকেএম হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। এর পর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজ্যে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির খবর আসতে শুরু করে শেষ কয়েকদিন ধরে। কিন্তু শেষ পাঁচদিন ধরে তা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এর আগে করোনা আক্রান্ত হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও ভর্তি হন হাসপাতালে। 

Pages