বিবিপি নিউজ: নববর্ষের দিনে রাজ্যে মোট মারন ভাইরাস করোনা সংক্রমনের সংখ্যা ৪ হাজার ৫১২। আজ শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গতকালের নতুন আক্রান্ত ছিল ৩ হাজার ৪৫১। আজ এক ধাক্কায় আরও বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫৪, সেটাই শনিবারের হিসাবে বেড়ে হয়েছে ২ হাজার ৩৯৮। অর্থাৎ এক কথায় আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের। তার মধ্যেই সাড়ে চার হাজার আক্রান্ত হওয়ায় সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২.০২ শতাংশে। এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৯ জনের। এর ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৩-এ।কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৩৯৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
শনিবার, ১ জানুয়ারী, ২০২২
Home
রাজ্য
নববর্ষে রাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার, লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা