সপরিবারে করোনায় আক্রান্ত হাওড়ার ACP মৃত্যুঞ্জয় - BBP NEWS

Breaking

রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সপরিবারে করোনায় আক্রান্ত হাওড়ার ACP মৃত্যুঞ্জয়

 


বিবিপি নিউজ: সপরিবারে মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন হাওড়ার  এসিপি মৃত্যুঞ্জয় বন্দোপাধ্যায়। গতকাল সোশ্যাল মিডিয়ায় সস্ত্রীক আক্রান্তের কথা জানালেন পুলিশ আধিকারিক। এরপর আজ আরেকটি পোস্ট জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রীর পাশাপাশি এসিপির ছেলে ও মেয়ের রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এই পুলিশ আধিকারিক।


Pages