বিবিপি নিউজ: বিজেপি যুব মোর্চার সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রবিবার বেরিয়ে গেলেন শঙ্কুদেব পণ্ডা। এরপরেই ফের জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সাম্প্রতিককালে বিজেপির রাজ্য রাজনীতিতে যে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ লক্ষ্য করা গেছে তাতে নবতম নাম শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব পণ্ডা একটি অত্যন্ত চর্চিত নাম। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকার পরে কিছুদিন আগেই তিনি যোগদান করেন বিজেপিতে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে তাঁর এই গ্রুপ লিভ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও কী কারনে তিনি এই গ্রুপগুলি ছেড়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রবিবার সকালে বিজেপি যুব মোর্চার যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবগুলি থেকে বেরিয়ে গেছেন শঙ্কুদেব পণ্ডা। তাহলে কি এবার বিজেপি ছাড়তে চলেছে সেই জল্পনা তুঙ্গে।সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির যে সমিকরণ তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা বিধানসভা নির্বাচনের পরে, বিজেপি ছেড়ে আবার ফিরে গেছেন তৃণমূলে। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে শঙ্কুদেব পণ্ডার অবস্থান কী সেই বিষয়ে।কিছুদিন আগেই খড়গপুরের বিধায়ক হিরণ গ্রুপ লিভ করেন। যদিও তিনি কোনও রাখঢাক না করেই বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগ্রে দেন।