বিবিপি নিউজ: করোনা ভাইরাসের জেরে একের পর এক রেলকর্মীরা আক্রান্ত হওয়ার ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। মারন ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ইতিমধ্যেই প্রায় চার হাজার রেলকর্মী ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই তালিকায় রয়েছেন রেলের গার্ড, মোট ম্যান, গেট ও পয়েন্ট ম্যান, রেলের চিকিত্সক, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। তবে পরিষেবা ব্যাহত হবে না বলেই আশ্বাস দিয়েছে রেল।
| প্রকাশিত হল "দেশেরভূমি পত্রিকা" জানুয়ারি সংখ্যা। পত্রিকাটি বাড়িতে বসে ক্যুরিয়ারে পেতে যোগাযোগ করুন : ৭০০৩৩৪৫৫৫৮ নম্বরে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন। |
পূর্ব রেল সূত্রে জানা গেছে, করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে রেলের অন্দরেও। এখনই চার হাজারের বেশি কর্মী সংক্রমিত। রেলের চিকিত্সক, স্বাস্থ্যকর্মীরাও কোভিড পজিটিভ। সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। গতকাল ৭২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানানো হয়েছে। তবে রেল সূত্রে বলা হয়েছে, আক্রান্তের পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত বার করোনায় অনেক রেলকর্মীর মৃত্যু হয়েছিল। কিন্তু এবারে তেমন হয়নি। হাসপাতালে ভর্তির সংখ্যাও কম। সংক্রমিতেরা সকলেই হোম আইসোলেশনে থেকে চিকিত্সা করাচ্ছেন। তাই পরিষেবা এখনও স্বাভাবিক রয়েছে বলেই রেল সূত্রে জানানো হয়েছে।