বিবিপি নিউজ: বৃহস্পতিবার বিকেল পৌনে চারটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়িতে পাটনা-গৌহাটি বিকানের এক্সপ্রেস দূর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেস থেকে সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে৷ এমনই দাবি করলেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কউর৷ যদিও দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিতে আরও বেশ কিছু যাত্রী আটকে থাকতে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে৷ এখনও পর্যন্ত সাত জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ সবমিলিয়ে দুর্ঘটনাস্থল থেকে আড়াইশো জন যাত্রীকে উদ্ধার করা হয়৷
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল৷ দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান এবং ডিজি সিকিউরিটি৷ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারও দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ প্রাথমিক ভাবে রেল কর্তাদের অবশ্য অনুমান, রেল লাইনে কোনও ত্রুটি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে৷
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি৷
Spoke to Railways Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the train accident in West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) January 13, 2022
ইতিমধ্যেই মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ গুরুতর আহতদের দেওয়া হবে এক লক্ষ টাকা করে৷ অল্প আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ট্যুইট করে রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ আগামিকাল সকালে নিজেও দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী৷
Spoke with Hon'ble PM and apprised him about the rescue operations.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 13, 2022