রাজ্যে আগামিকাল থেকে ফের বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়! খোলা যাবে না জিম, পার্ক, সেলুন ঘোষণা নবান্নের - BBP NEWS

Breaking

রবিবার, ২ জানুয়ারী, ২০২২

রাজ্যে আগামিকাল থেকে ফের বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়! খোলা যাবে না জিম, পার্ক, সেলুন ঘোষণা নবান্নের



বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমনের জেরে ফের কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আর সেই পরিস্থিতিতে সামাল দিতে আগেভাগেই কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্যের প্রশাসন। 


 বর্তমান কোভিড ও ওমিক্রনের কথা মাথায় রেখেই আজ রবিবার নবান্ন থেকে ঘোষণা করা হল একগুচ্ছ বিধিনিষেধের। যা লাগা হবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই। আগেই সোমবার থেকে যে কিছু কিছু নতুন বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এ নিয়ে নবান্নে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। এরপরেই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, সোমবার থেকে রাজ্যে সব স্কুল-কলেজ বন্ধ, খোলা যাবে না জিম, সেলুন, পার্ক, সুইমিংপুল বন্ধ রাখা হবে।



Pages