বিবিপি নিউজ: নববর্ষে বাড়ছে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যা। আর এর জেরে আপাতত রাজ্যে স্থগিত করে দেওয়া হল দুয়ারে সরকার শিবির করার কর্মসূচি। পাশাপাশি, আগামী সোমবার, অর্থাৎ ৩ জানুয়ারি স্টুডেন্ট উইক পালনের অনুষ্ঠানও স্থগিত করে দেওয়া হয়েছে।পরিস্থিতির উপর বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানুয়ারি মাসে দুয়ারে সরকার শিবির করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রায় আট হাজার শিবির তৈরি করে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল। তিনটি নতুন প্রকল্পও শুরু করার কথা ছিল এই শিবিরে। সেই সবই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। তবে বাতিল করা হয়নি অনুষ্ঠান। আপাতত স্থগিত করা হয়েছে।