বিবিপি নিউজ: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। সড়ক নিরাপত্তার প্রচারণার অংশ হিসেবে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম সংস্করণে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ছিলেন শচিন। সেই আসরে অনেক খেলোয়াড়ের প্রাপ্য বাকি রয়েছে। এ নিয়ে বিতর্কের মাঝে দ্বিতীয় আসর শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন শচিন।
আসরের প্রথম সংস্করণে ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে খেলেছিলেন শচিন। চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সংস্করণের টাকা পাননি খালেদ মাহমুদ, খালেদ মাসুদ, মেহরাব হোসেনের মতো বাংলাদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার।
শচিন ছাড়াও এই তালিকায় ভারতের আরেক কিংবদন্তি সুনিল গাভাস্কারও ছিলেন টুর্নামেন্টের কমিশনার। এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেছেন, ‘শচিন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মৌসুমে খেলবেন না। ’সংযুক্ত আরব আমিরাতে ১-১৯ মার্চ হওয়ার কথা এই টুর্নামেন্ট।