হলদিবাড়ির লোকালয়ে বাঘ আতঙ্ক,বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা - BBP NEWS

Breaking

রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

হলদিবাড়ির লোকালয়ে বাঘ আতঙ্ক,বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা

 


বিবিপি নিউজ: ফের বাঘ আতঙ্ক হলদিবাড়িতে। এরম জেরে এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। শনিবার সন্ধ্যায় হলদিবাড়ি ব্লকের বেলতলী এলাকার তিস্তানদীর চর লাগোয়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই এলাকায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এছাড়াও প্রয়োজনে বসানো হতে পারে খাঁচা। বাঘের হদিশ পেতে এলাকায় রয়েছে বনদপ্তরের কর্মীরা।


স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় একটি কুকুরকে তাড়া করার আওয়াজ শুনে বাইরে বের হতে গিয়ে তারা বাঘের গর্জনের আওয়াজ পান। এরপরে আশপাশের লোক ছুটে আসে এবং বাড়ির সামনে মাটিতে বড় বড় আঁচড়ের দাগ পায়ের ছাপ দেখা যায়। এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরে।এদিন রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনদপ্তর এর হলদিবাড়ির বিট অফিসার ভূষণ বর্মন সহ বনদপ্তরের কর্মীরা সেখানে গিয়ে পৌঁছে যান। ঘটনাস্থল থেকে তারা একাধিক পায়ের ছাপ সংগ্রহ করেন। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় বেলতলী তিস্তা নদীর চড়ে আলু খেতে জল দিতে গিয়ে একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান বলে দাবি করেন ওই এলাকায় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তরে। বর্তমানে ওই চড়েও বসানো রয়েছে খাঁচা।

Pages