থানায় গিয়ে প্রয়োজন নেই অভিযোগের, হোয়াটসঅ্যাপেই মিলবে পরিষেবা - BBP NEWS

Breaking

রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

থানায় গিয়ে প্রয়োজন নেই অভিযোগের, হোয়াটসঅ্যাপেই মিলবে পরিষেবা

 


বিবিপি নিউজ: করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই রাজ্যে আছড়ে পড়ছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বিভিন্ন পৌর এলাকার রোটেশনাল লকডাউন জারি করেছে। এবার সংক্রমণ রুখতে অভিনব সিদ্ধান্ত গ্রহণ করলেন লালবাজার। এবার থেকে থানায় এসে অভিযোগ জানানোর প্রয়োজন নেই। অভিযোগ থাকলে জানান হোয়াটসঅ্যাপে। প্রয়োজনে করা যাবে অডিও মেসেজ। সেই মেসেজের ভিত্তিতেই নেওয়া হবে অভিযোগ। কলকাতার সব থানায় নির্দেশিকা লালবাজারের।  গতকাল রাতে এই মর্মে কলকাতার সমস্ত থানায় একটি নির্দেশিকা জারি করেছে। যেখান নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ দায়ের করা যাবে।


Pages