World Bank Loan to West Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাজার কোটির ঋণ বিশ্বব্যাঙ্কের - BBP NEWS

Breaking

শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

World Bank Loan to West Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক হাজার কোটির ঋণ বিশ্বব্যাঙ্কের

 


বিবিপি নিউজ: কিছুটা হলেও স্বস্তি মিলল পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। 

রাজ্য সরকার পরিচালিত সামাজিক প্রকল্পগুলিকে স্বীকৃতি দিয়ে এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক৷ গরিব এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার যাতে আরও সুসংহত ভাবে সমাজ উন্নয়নমূলক প্রকল্পগুলি চালাতে পারে, তা নিশ্চিত করতেই এই ঋণ দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে৷ এর ফলে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি চালাতে সরকারের আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছ৷ গত ১৯ জানুয়ারি এই ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাঙ্ক৷এই ঋণ হাতে আসার ফলে নিজেদের পরিচালিত প্রকল্পগুলিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷ বিবৃতিতে বলা হয়ছে, এই ঋণ হাতে আসায় মানুষ যাতে আরও সহজে সামাজিক প্রকল্পের সুবিধে পান, তা নিশ্চিত করতে পারবে সরকার৷ টেলি মেডিসিনের মাধ্যমে মানুষকে চিকিৎসায়, সাহায্য করা, বয়স্ক এবং প্রতিবন্ধ্বীদের জন্য আরও বেশি করে সুযোগ সুবিধা, ডিজিটাল পেমেন্টের মাধ্য মানুষের কাছে আর্থিক সুবিধে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ এই মুহূর্তে রাজ্য সরকারের অধীনে চারশোরও বেশি সামাজিক প্রকল্প চালু রয়েছে৷ 'জয় বাংলা' নামের প্রকল্পের অধীনে রাজ্যের সব সামাজিক প্রকল্পগুলিকে নিয়ে এসেছে রাজ্য৷ প্রবীন নাগরিক, মহিলা, আদিবাসী, তপশিলি জাতি- উপজাতির মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চিহ্নিত করে প্রয়োজনীয় সুবিধে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে৷ 


Pages