না ফেরার দেশে পাড়ি দিলেন ফুটবলার সুভাষ ভৌমিক - BBP NEWS

Breaking

শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

না ফেরার দেশে পাড়ি দিলেন ফুটবলার সুভাষ ভৌমিক

 


বিবিপি নিউজ: না ফেরার দেশে চলে গেলেন সুভাষ ভৌমিক।ভারতের জাতীয় দলের হয়ে ৬৯ টি ম্যাচ খেলেছেন সুভাষ ভৌমিক ৷ দুর্দান্ত খেলোয়াড়ের পাশাপাশি কোচ হিসেবেও ভারতীয় ফুটবলে তাঁর অবদান বিরাট ৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যতে শোকের ছায়া ময়দানে। 


দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। সাড়ে তিন মাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। গতকাল, শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কিডনির সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুভাষ ভৌমিক। বছর তিনেক আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল। সম্প্রতি বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে। তাঁর চিকিৎসা যাতে ভালো ভাবে হয়, তার জন্য পাশে দাঁড়িয়েছিল বাংলার ক্রীড়ামহল। কিন্তু শেষ লড়াইটা হেরেই গেলেন  লড়াকু ভোম্বলদা।ক্লাব কেরিয়ারে মোট ২৭টি ট্রফি জিতেছিলেন সুভাষ। মোহনবাগানকে দিয়েছিলেন ১৬টি ট্রফি। ইস্টবেঙ্গলেও তাঁর অবদান অনেক ৷ লাল-হলুদকে দিয়েছিলেন ১১টি ট্রফি ৷


Pages