ভালোবাসার দিনে মুক্তি পেল অনুপম রায়ের একক মিউজিক এলবাম "পুতুল আমি" - BBP NEWS

Breaking

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ভালোবাসার দিনে মুক্তি পেল অনুপম রায়ের একক মিউজিক এলবাম "পুতুল আমি"

 


বিবিপি নিউজ,রাজকুমার দাস,কলকাতা: আজ ভালেন্সটাইন্স ডে অর্থাক ভালোবাসার দিন সারেগামা বাংলা থেকে মুক্তি পেল অনুপম রায়ের একক আধুনিক গানের মিউজিক ভিডিও"পুতুল আমি"।গানটি লেখা সঙ্গীত পরিচালনা ও গানটি নিজের কণ্ঠে গেয়েছেন অনুপম রায়।তিনি মনে করেন যেকোনো সংগীত প্রতিটি শ্রোতাদের কাছে অক্সিজেন হিসাবে কাজ করে তাই সারা বিশ্ব জুড়ে মানুষ এই কলাকে নিয়ে নিয়মিত চর্চা করে।সিনেমার পাশাপাশি তাই তিনি সারেগামা র সাথে বছরে মোট চারটি আধুনিক গান তৈরি করবেন বলে চুক্তিবদ্ধ।


গানের ভিডিওটি তে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।তার সাথে আছে বাস্তবে তার সাত বছর ধরে থাকা প্রেমিকা সুরঙ্গনা বন্দোপাধ্যায়।

রিয়েল লাইফের প্রেমিক প্রেমিকা যুগল রিলে অভিনয় করতে কতটা সফল তা দর্শকরা বলবে।আপাতত গানটি শ্রোতাদের কাছে ভালো বাসা পাবে তা আসা করা যায়।

Pages