ভরদুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসতঘর - BBP NEWS

Breaking

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ভরদুপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসতঘর



বিবিপি নিউজ,ত্রিপুরা প্রতিনিধি,উদয়পুর: মুড়াপাড়া শাস্ত্রী কলোনি রাজু সূত্রধর পিতা পরিমল সূত্রধর শনিবার দুপুর আনুমানিক প্রায় 3:20 নাগাদ উনার একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। যদিও ওই সময় বাড়ির মধ্যে কেউ ছিলনা। এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর পাঠায় রাজু সূত্রধর নামে বাড়ির বড় ছেলে কে সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখতে পায় তার বসত ঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আরে ঘটনাস্থলে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী এবং কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরে কর্মী দুইটি ইঞ্জিনে ঘটনাস্থলে ছুটে আসে যদিও পরবর্তী সময়ে কিছুই বাঁচাতে সক্ষম হয়নি। বাড়ির বড় ছেলে রাজু সূত্রধর বসতঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় থেকে 2 লক্ষ টাকা হবে বলে জানান।

Pages