বিবিপি নিউজ: ফের নক্ষত্র পতন সঙ্গীত জগতে।
প্রয়াত হলন সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মত্যু হয় তাঁর৷ তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, এখনও পর্যন্ত হাসপাতালের তরফে সে বিষেয় জানা যায়নি৷ পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি৷ যদিও বাপ্পি লাহিড়ির এই মৃত্যুসংবাদ কিছুটা অপ্রত্যাশিতই সঙ্গীতপ্রেমীদের কাছে৷