উদয়পুর মহকুমায় সংখ্যালঘুদের মেধাবৃত্তি প্রদান - BBP NEWS

Breaking

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

উদয়পুর মহকুমায় সংখ্যালঘুদের মেধাবৃত্তি প্রদান

 


বিবিপি নিউজ,আমির হোসেন আসরাত,ত্রিপুরা,উদয়পুর:  বুধবার উদয়পুর মহকুমা ভিত্তিক ২০২০ এবং ২১ সালের সপ্তম থেকে দ্বাদশ শ্রেনীর মধ্যে অর্থবছরে সংখ্যালঘু ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়। উদয়পুর পুরাতন টাউন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এবং উপস্থিত ছিলেন মাতাবাড়ী বিধান সভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ সহ উদয়পুর মহকুমা শ্বাসক অনিরুদ্ধ রায়। সাথে উপস্থিত ছিলেন শিতল মজুমদার, রফিক মিঞা, রেজাওল হোসেন সহ বিশেষ অতিথি হারুন চৌধুরী। এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রদীপ প্রজলনের মাধ্যমে উদ্ভোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এইদিন উদয়পুর মহকুমার ২৯টি স্কুল থেকে সংখ্যালঘু ২৬৪ জন ছাত্রীদের মধ্যে পুরস্কার করেন। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ৫ জনের হাতে চেক তুলে দেয়। এই নিয়ে সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Pages