শেষ যাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায় ! কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর - BBP NEWS

Breaking

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

শেষ যাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায় ! কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর

 


বিবিপি নিউজ: প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।  

গতকাল থেকেই শোকের ছায়া নেমেছে গোটা সঙ্গীত জগতের আকাশে। প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের আজ শেষকৃত্য। পিস ওয়ার্ল্ড থেকে সংগীত অ্যাকাডেমি হয়ে রবীন্দ্র সদনে মৃতদেহ রাখা হয়।

এরপর বিকেল পাঁচটা পর্যন্ত শেষশ্রদ্ধা জানিয়েছেন সকলে।


বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র পতন! গানের জগত থমকে গেল। একটা ইতিহাসের শেষ শহরের বেসরকারি হাসপাতালে। গতকালই শিল্পীর প্রয়ানে শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


 টলিউডের গানের জগত থেকে অভিনয় জগতের সকলেই ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন সেখানে। সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর। মুখ্যমন্ত্রী-সহ কেওড়াতলা মহাশ্মশানে পথে গীতশ্রীর মরদেহ নিয়ে যাওয়া হল।

Pages