বিবিপি নিউজ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে রাজ-রবির আগুনে বোলিংয়ে ইংল্যান্ডকে চূর্ণ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল। ১৪ বল বাকি থাকতেই চার উইকেটে জয় ভারতের। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ সালের পর ফের ২০২২। এই নিয়ে পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। রাজ বাওয়া ও রবির দুরন্ত বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। একটা সময় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষপর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় ইনিংস। রাজের ঝুলিতে ৫ উইকেট ও বাংলার রবি নেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। তবে বাকিরা হাল ধরেন। ব্যাট হাতেও সফল রাজ।
পঞ্চম উইকেটে নিশান্ত সিন্ধু এবং রাজ মিলে ৬৭ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। সিন্ধু অপরাজিত হাফ সেঞ্চুরি করেন। পঞ্চাশ করেন ওপেনার রশিদও। ভারতীয় ব্যাটাররা মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে নেন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে খেতাব জয় যশ ধুলদের। পুরস্কার হিসেবে বিসিসিআইয়ের পক্ষ থেকে মাথাপিছু প্রত্যেক ক্রিকেটার ৪০ লক্ষ ও সাপোর্ট স্টাফরা ২৫ লাখ টাকা করে পাবেন। শনিবার ট্যুইটে এমনটাই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়।আহমেদাবাদে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল এসে পৌঁছবে ৷ সেখানেই ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বিসিসিআই ৷ ভারতীয় সময় আজ সকাল ১১টা-র পর অ্যান্টিগা থেকে রওনা দেবে টিম ইন্ডিয়া ৷
Good Morning, India 👋
You are #U19CWC champions 🏆 pic.twitter.com/8FcTdyUCtJ — ICC (@ICC) February 6, 2022
That winning feeling 🙌💙
India have lifted their fifth #U19CWC trophy after beating England in the 2022 final 🏆@OPPOIndia #shotoftheday pic.twitter.com/ZzA940qEYH — ICC (@ICC) February 5, 2022
Congratulations to the under 19 team and the support staff and the selectors for winning the world cup in such a magnificent way ..The cash prize announced by us of 40 lakhs is a small token of appreciation but their efforts are beyond value .. magnificent stuff..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) February 5, 2022
I’m pleased to announce the reward of 40 lacs per player and 25 lacs per support staff for the U19 #TeamIndia contingent for their exemplary performance in #U19CWCFinal. You have made 🇮🇳 proud. @SGanguly99 @ThakurArunS @ShuklaRajiv
— Jay Shah (@JayShah) February 5, 2022