স্কুলের পড়ুয়ারাই সরস্বতীর মূর্তি গড়ে পুজো করলেন - BBP NEWS

Breaking

রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

স্কুলের পড়ুয়ারাই সরস্বতীর মূর্তি গড়ে পুজো করলেন

 


বিবিপি নিউজ,ত্রিপুরা: প্রায় দু’বছর পর সরস্বতী পুজোর প্রাক্কালে স্কুল খুলেছে। আর স্কুল খোলা মাত্রই বাগদেবীর আরাধনায় চিরাচরিত বাঁধাধরা ছক ভেঙে নতুন পথ দেখাল ত্রিপুরার সোনামুড়া রবীন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলে পুজোর জন্য সরস্বতীর মূর্তি গড়ল স্কুলেরই ছাত্রছাত্রী। স্কুলের শিক্ষার্থীর উদ্যোগেই এই অভিনব ছবি দেখা গেলো সোনামুড়া রবীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে । যা দেখে অভিভূত সমগ্র শিক্ষামহল।


সরস্বতী পুজো মানেই স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। তবে স্কুলের ছাত্রের হাতেই সরস্বতী মূর্তি গড়তে সচরাচর দেখা যায় না। তাঁর ভাবনা ও অনুপ্রেরণাতেই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী শাবনুর সহ অন্যান্য ছাত্রছাত্রীরা নিজের হাতে এবারে সরস্বতী মূর্তির প্যান্ডেল গড়েন। আর সেই মূর্তি পুজোয় প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চস্তরের ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্ধীপনা লক্ষ করা যায়।

Pages