বিবিপি নিউজ: পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ফের জয়ের ধারায় ফিরল ভারত৷ এবার বিশাল রানে জিতল ওয়েস্টইন্ডিজের (Ind W vs WI w) বিরুদ্ধে৷ বিশ্বকাপে (Women's World Cup 2022) ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ১৫৫ রানে জিতল মিতালি রাজের ভারতীয় দল৷ এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷ অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷ এদিন ওয়েস্টইন্ডিজ ৪০.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়৷ এদিন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে জয়ের জন্য ওয়েস্টইন্ডিজের প্রয়োজন ছিল ৩১৮ রান৷ কিন্তু এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারই যথেষ্ট ভাল শুরু করেছিলেন৷ দানেন্দ্রা ডটইন ৪৬ বলে ৬২ রান করেন৷ অন্যদিকে ৩৬ বলে ৪৩ রান করেন হেইলি ম্যাথিউজ৷এরপর অবশ্য টপ ও মিডল অর্ডার প্রায় পুরোটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজ৷ ভারতের হয়ে স্নেহ রানা, মেঘনা সিং ২ টি করে উইকেট নেন৷ ঝুলন গোস্বামীও উইকেট পান৷এদিন আনিসা মহম্মদের উইকেট নিয়ে মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন৷এদিন ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করে ভারত৷ ওয়েস্টইন্ডিজের হয়ে আনিসা মহম্মদ ২ টি উইকেট নেন৷ বাকি বোলাররা একটি করে উইকেট নেন৷
🚨 RECORD ALERT 🚨
Wicket No. 4⃣0⃣ in the WODI World Cups for @JhulanG10! 🔝 🙌 What a champion cricketer she has been for #TeamIndia ! 👏 👏 #CWC22 | #WIvIND Follow the match ▶️ https://t.co/ZOIa3L288d pic.twitter.com/VIfnD8CnVR — BCCI Women (@BCCIWomen) March 12, 2022