চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রোনাল্ডোদের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় রোনাল্ডোদের

 



বিবিপি নিউজ: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়  রোনাল্ডোদের। ফুটবল ক্যারিয়রে ৮০৭টি গোল করে তিনিই এখন সর্ব কালের টপ স্কোরার। কিন্তু সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অকেজো করে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোদের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হসপারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সারা দুনিয়ায় তোলপাড় করে দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু শেষ রক্ষা হল চ্যাম্পিয়ান লিগে।দিয়েগো সিমোনের দলের হয়ে গোল করলেন রেনান লোড়ি। ম্যাচের ৪১ মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের ক্রসে হেড করে গোল করেন লোড়ি। প্রথম লেগে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। দুই পর্ব মিলিয়ে আ্যাটলেটিকো জিতল ২-১ গোলে। গত রাতের অন্য প্রিকোয়ার্টার ফাইনালে বেনফিকা ১-০ গোলে হারিয়ে দিল আয়াখসকে। আমস্টারডামে ম্যাচটির ৭৭ মিনিটে এক মাত্র গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন গ্যাব্রিয়েল নুনেজ। প্রথম লেগে দু দলের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।


Pages