যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ, সহায়তা এক মিলিয়ন ইউরো - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদ, সহায়তা এক মিলিয়ন ইউরো

 


বিবিপি নিউজ: চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপর সামরিক বাহিনীর হামলা চালাচ্ছে রাশিয়া। একাধিক শহর দখলে নিয়েছে মস্কো। এই পরিস্থিতিতে ইউক্রেনের হাজার – হাজার নাগরিক। এবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে এল স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ইউক্রেনকে এক মিলিয়ন ইউরো দিয়েছেন ক্লাবটি। ইউক্রেনে চলা রাশিয়ার ক্রমাগত আগ্রাসনের কারণে একের পর এক সাহায্য করে চলেছে বিভিন্ন দেশ।


অনেকেই যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য না করলেও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস দিয়েই সাহায্য করে চলেছে । এবার সেই তালিকায় নাম যুক্ত হল জনপ্রিয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের জন্য এক মিলিয়ন ইউরো আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ক্লাব প্রশাসন।বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই উদ্যোগটি নেওয়ার কথা জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা জানিয়েছে, এই অর্থ ইউএনএইচসিআর এবং রেডক্রসের মতো সংস্থার মাধ্যমে ইউক্রেনের জণগণের জন্য দেওয়া হবে।

Pages