নারী দিবসে দুবাইয়ে গাইবেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানি - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নারী দিবসে দুবাইয়ে গাইবেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানি

 



বিবিপি নিউজ: ‘মানিকে মাগে হিতে’ গানের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শ্রীলংকার তরুণ সংগীত শিল্পী ইয়োহানি দিলোকা ডি’ সিলভা একের পর এক দেশে কনসার্টে পারফর্ম করছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় পারফর্ম করবেন।



এর আগে সোমবার ‘এক্সপো ২০২০ দুবাই’ এর আয়োজনে দুবাই মিলেনিয়াম এম্ফিথিয়েটারে লাইভ কনসার্টে অংশ নেন এ কণ্ঠশিল্পী।গত বছরের শেষভাগে ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; শ্রীলংকা, ভারত ও বাংলাদেশ ছাপিয়ে বিশ্বের নানা প্রান্তে কণ্ঠের মায়াজাল ছড়িয়ে রাতারাতি তারকাখ্যাতি পান ২৮ বছর বয়সী এ তরুণী।

Pages