রাজ্য মন্ত্রিসভায় রদবদল, পদোন্নতি চন্দ্রিমার, গুরু দায়িত্ব ফিরহাদের কাঁধে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, পদোন্নতি চন্দ্রিমার, গুরু দায়িত্ব ফিরহাদের কাঁধে

 


বিবিপি নিউজ: বড়সড় রদবদল রাজ্য মন্ত্রী সভায়। ফের পুর ও নগরোন্নায়ন দপ্তরের আসনে বসলেন ফিরহাদ হাকিম। রাজ্য কমিটির বৈঠকের আগেই মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


নবান্ন সূত্রে খবর, সোমবার বিকলেই মন্ত্রিসভার রদবদল ঘটানো হয়। মুখ্যমন্ত্রীর তরফে নতুন তালিকা রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়েও দেওয়া হয়। পরিবর্তিত মন্ত্রিসভায় পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। 

এর আগেও ১০ বছর এই দায়িত্ব সামলেছেন ববি। পরে এই দায়িত্ব চলে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। এবার নতুন করে তা ফিরে পেলেন ফিরহাদ। এর সঙ্গে আগের মতোই আবাসন ও পরিবহণ দপ্তরের কাজও সামলাবেন তিনিই।এদিকে, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এই দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাত্‍ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকেই কার্যত স্পষ্ট যে যাঁরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাঁদেরই গুরুত্ব বাড়ানো হল।


Pages