Abhishek Banerjee in Coal Scam Case: ইডির হাজিরা এড়ালেন অভিষেক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

Abhishek Banerjee in Coal Scam Case: ইডির হাজিরা এড়ালেন অভিষেক

 


বিবিপি নিউজ: কয়লা পাচারকাণ্ডে আজ এনফোর্সমেন্ট ডিরক্টরেটের জেরার মুখোমুখি হচ্ছেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি দফতরে যাচ্ছেন না তিনি। মঙ্গলবার সকালেই ইমেল করে ইডিকে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে তিনি যেতে পারছেন না বলে জানিয়েছেন। গত সপ্তাহেই কয়লা পাচার কান্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। দিল্লিতে গিয়ে বারবার ইডি-র সম্মুখীন হওয়া সমস্যার, সেকথা উল্লেখ করেই আর্জি জানিয়েছিলেন তিনি। তাঁকে জেরা করা হলে, তা যাতে কলকাতাতেই হয়, এটাই দাবি ছিল অভিষেক-রুজিরার। 


Pages