গরু পাচার মামলায় মিললো না কেষ্টোর 'রক্ষাকবচ', অস্বস্তিতে তৃণমূলের দাপুটে নেতা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

গরু পাচার মামলায় মিললো না কেষ্টোর 'রক্ষাকবচ', অস্বস্তিতে তৃণমূলের দাপুটে নেতা

 



বিবিপি নিউজ: গরু পাচার মামলায় অস্বস্তি বাড়ল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। সিঙ্গল বেঞ্চের পর এবার 'রক্ষাকবচ' চেয়ে আর্জি খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চেও। গত ৪ মার্চ গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তৃতীয়বার তলব করে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। 



 সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ অনুব্রতর আবেদন। রক্ষাকবচের আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে বহাল থাকছে সিঙ্গল বেঞ্চের নির্দেশই। গত ৪ মার্চ গরুপাচার মামলায় তৃতীয়বার অনুব্রতকে নোটিস পাঠায় সিবিআই। এই নোটিস চ্যালেঞ্জ করে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করেন অনুব্রত। সেখানে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। এরপর তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেখানেও রক্ষাকবচ পেলেন না তিনিসিবিআই নোটিশের পরিপ্রেক্ষিতে আইনি 'রক্ষাকবচ' চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল নেতা। সিঙ্গল বেঞ্চ তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল। এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও অনুব্রত মণ্ডলের 'রক্ষাকবচ' আর্জি খারিজ করে দিয়েছে।

Pages