বিবিপি নিউজ: ফের মহানগরের বুকে আগুনে পুড়ে ছাই একের পর এক দোকান। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে বেহালা চৌরাস্তা এলাকায়। আগুনের করাল গ্রাসে পুড়ে ছাই ২৪টি দোকান। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪-৫ট ইঞ্জিন। ভোর ৪টে নাগাদ আগুন লাগে বলে খবর। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একটার পর একটা দোকানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রের খবর, বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে আগুনে।