বিবিপি নিউজ: ফের আগুন শুশুনিয়া পাহাড়ে। পাহাড়ের উপর শুকনো পাতায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে বাঁকুড়ার ফুসফুস। আগুন পাহাড়ের উপরের অংশে লাগায় নেভাতে সমস্যা তৈরি হয়েছে। এলাকার আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে আগুন দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপরের অংশে গাছের শুকনো পাতা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। উপরের অংশ আগুন লাগায় আগুন নেভানো বড়সড় সমস্যা দেখা দিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকল ও বনবিভাগের কর্মীরা। আগুন কিভাবে লাগলো তা স্পষ্ট নয়। তব আগুন লাগার কারণ নিয়ে সরাসরি কিছু না বললেও পর্যটকদের ঘাড়ে দোষ চাপিয়েছে ছাতনার রেঞ্জার ঈশা বসু৷ তিনি বলেন, আগুনের উৎসে বিশেষ গাছপালা নেই৷ হঠাৎ করে সেখানে আগুন লাগার কথা নয়৷ আমাদের কর্মীরা বিকেল তিনটে থেকে আগুন নেভানোর কাজ করছে৷ দমকল এসেছে৷ তবে, এক শ্রেণীর পর্যটককে বারবার সতর্ক করেও কোনও লাভ হয়৷ তাঁরা সচেতন না হলে কিছু বলার থাকে না৷ রাত ন’টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে৷ উচু পাহাড়ে জল পৌঁছনো সম্ভব না হওয়ায় শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর প্রক্রিয়া চলে দীর্ঘক্ষণ৷
রবিবার, ২০ মার্চ, ২০২২

Home
Unlabelled
Susunia Hill Fire: বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে বনবিভাগ-দমকল