রুক্মিণীকে ঠাঁটিয়ে চড় মারলেন দেব, কিন্তু কেন মারলেন জানেন? - BBP NEWS

Breaking

বুধবার, ২৩ মার্চ, ২০২২

রুক্মিণীকে ঠাঁটিয়ে চড় মারলেন দেব, কিন্তু কেন মারলেন জানেন?

 


বিবিপি নিউজ: টলিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে কিনা সকলের সামনে চড় মারলেন অভিনেতা দেব! একথা শুনলে যে কেউ হতবাক হতে পারেন। আর সকলের মনে প্রশ্ন জাগতে পারে কেন চড় মারলেন দেব?  তবে বলা ভাল, এমন ঘটনা আসলে বাস্তবে নয়, ঘটেছে পর্দায়। তাও আবার দেব-রুক্মিণীর নতুন ছবি ‘কিশমিশ’-এ। সোমবার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই দেব- অনুরাগীদের উন্মাদনার পারদ তুঙ্গে প্রেম-ভালবাসা, ঝগড়া-বিচ্ছেদ, বন্ধুত্ব কী নেই! এক্কেবারে রোমিও ছেলের ভূমিকায় থাকছেন দেব। যার নাম কৃশাণু। রোহিনী নামে আধুনিকমনস্কার প্রেমে পড়ে সে। যে কৃশাণুকে সবাই ‘ফেলুদা’ বলেই চেনে। ‘ফেলুদা’ মানে গোয়েন্দা ফেলু মিত্তির নয়! আসলে স্কুল-কলেজে ফেলের ধারা বজায় রেখেছিল। আর সেখান থেকেই নাম ‘ফেলুদা’। তবে রোহিণী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তারপরই আত্মহত্যা করার চেষ্টা করে ফেলুদা। তারপর? জানতে হলে ২৯ এপ্রিল যেতে হবে প্রেক্ষাগৃহে। দেব-রুক্মিণী ছাড়াও ছবিতে  দেখা যাবে দেবের মা-বাবার ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়াও। তিন প্রজন্ম এবং তাঁদের সম্পর্কের গল্প দেখানো হয়েছে ‘কিশমিশ’-এ। পুরোদস্তুর প্রেমের ছবি। আর সেই তিন প্রজন্মের প্রেমের সম্পর্কই দেব-রুক্মিণীর রসায়ণের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

Pages