![]() |
প্রতীকী ছবি |
বিবিপি নিউজ: ফের মহানগরীতে বিধ্বংসী আগুন। এবার ঘটনাস্থল নিউ আলিপুর। একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগলো। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকায়। কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, কারখানায় মজুত রয়েছে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। সেগুলিই ফাটছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার অনেকক্ষণ পর দমকল ঘটনাস্থলে আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে অনেকটাই। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেসময় কারখানার ভিতর কেউ ছিলেন কিনা, তাঁরা নিশ্চিত ছিলেন না। তবে স্থানীয়রা জানাচ্ছেন,কারখানার বাইরে সেসময় তিন জন ছিলেন কর্মী, যাঁরা আগুন লাগার পরই পালিয়ে যান। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে জল এনে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আসেন কলকাতা পুলিশের ডিআইজি, বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও।কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল। তবে তার আগে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।