বিবিপি নিউজ: ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত যাতায়াতের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কাজ একেবারেই শেষ পর্যায়ে।
খুব শীঘ্রই চালু হবে এই ব্যাস্ততম স্টেশনে মেট্রো।তার আগে প্রকাশ্যে এল শিয়ালদহ স্টেশনের ‘ফার্স্ট লুক’।
এই নতুন স্টেশনে থাকছে, এসক্যালেটরের পাশাপাশি শিয়ালদহেও লিফট থাকছে। এ ছাড়া প্ল্যাটফর্মে থাকবে স্ক্রিন ডোর। ওই দরজা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে।
একটি মেট্রোর দু’পাশের দরজা দিয়েই প্ল্যাটফর্ম ব্যবহার করার ব্যবস্থা থাকবে। এত দিন প্ল্যাটফর্ম যে দিকে পড়ত, সে পাশের দরজাই খুলত মেট্রোয়। শিয়ালদহের মেট্রো প্ল্যাটফর্মে ওঠানামার জন্য যাত্রীরা দু’দিকের দরজাই ব্যবহার করতে পারবেন।