বিবিপি নিউজ: চলছিল খেলা, মাঠে টানটান উত্তেজনা। এমন মুহুর্তে হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল গ্যালারি। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুশো দর্শক।তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কেরলের মলপ্পুরমে।
শনিবার রাত ৯টা নাগাদ মলপ্পুরমের পুঙ্গড় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সেই সময়ই ওই ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে স্টেডিয়াম ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে সকলে মাঠের মধ্যে ঢুকে আসেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Kerala pic.twitter.com/MPlTMPFqxV
— ANI (@ANI) March 20, 2022