বিবিপি নিউজ: মারন ভাইরাসের থাবা থেকে কিছুটা স্বস্তি দিতেই জাঁকজমকভাবে আয়োজিত হল অস্কার ২০২২। বিনোদন দুনিয়ার বাইরে বিশ্বের একাধিক ইস্যু নিয়েও কথা বলেন তারকারা। কিন্তু পাশাপাশি এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থাকলেন হলিউডের তাবড় অভিনেতা থেকে পরিচালকেরা। অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সপাটে থাপ্পড় মারলেন অভিনেতা উইল স্মিথ। এমন এক নজিরবিহীন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। যা দেখেই হতবাক নেট নাগরিকরা।
আলো ঝলমলে পুরস্কারের মঞ্চে তারকাদের উপস্থিতির মধ্যে এমন ঘটনায় সকলের মনে প্রশ্ন তুলেছেন। কেন সঞ্চালক ক্রিস রককে চড় মারলেন?
ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী ও অভিনেত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে চটুল রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক। সঞ্চালনা করতে করতেই ক্রিস বলেন, 'আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।' দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউন পরিহিতা জেডা ওই মন্তব্য শুনেই অসন্তুষ্ট হন। তাঁর মুখভঙ্গিতে তা স্পষ্ট বোঝাও যাচ্ছিল। প্রসঙ্গত, অ্যালোপেসিয়া রোগে আক্রান্ত জেডা। এই কারণে তাঁর চুল কম। ওই সিনেমার সময়েও তাঁর কম চুল ছিল। এখনও তাই। স্ত্রীকে নিয়ে এই ধরনের রসিকতা শুনে ক্ষুব্ধ হন স্মিথ। রাগ চেপে রাখতে না পেরে সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে আসেন স্মিথ। কোনও কথা না বলেই ক্রিস রকের গায়ে হাত তোলেন তিনি। এই ঘটনার সম্মুখীন হতে হবে, তা কল্পনাও করতে পারেননি ক্রিস। এমনকী দর্শক আসনে বসার পরেও স্মিথ চিৎকার করে বলেন, 'তোমার নোংরা মুখে আমি আমার স্ত্রীর নাম শুনতে চাই না।' এর কিছুক্ষণ পরেই সেরা অভিনেতা হিসেবে স্মিথের নাম ঘোষণা করা হয়। মঞ্চে পুরস্কার নেওয়ার সময় ক্রিসকে চড় মরার ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেন অভিনেতা। কাজের জন্য তিনি সত্যিই অনুতপ্ত। ক্ষোভে তিনি কৌতুক অভিনেতাকে চড় মারেন। কিন্তু এরপরই তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তাঁর কাজের জন্য ক্ষমা চেয়েছেন। অস্কারের মঞ্চে এই ঘটনার পর রীতিমতো হতবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা।